২৬ মে, ২০২১ ১৮:০৪

যুদ্ধবিরতি জোরদারে মিশরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি জোরদারে মিশরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

অ্যান্টনি ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার মিশরে পৌঁছেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সঙ্গে ১১ দিনের সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে তার এ সফর। ওই সংঘাতে ৬৬ শিশুসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনি। সংঘাতে ২ শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে।  

ইসরায়েল সফরের একদিন পর মিশর সফরে এসেছেন ব্লিংকেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর জর্ডান সফরে গিয়ে রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করবেন তিনি। 

মধ্যপ্রাচ্যে শান্তি আনয়নে মিশর ও জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের এই দুই মিত্রদেশ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় প্রায় ভূমিকা রেখে থাকে। সূত্র : অ্যাসোসিয়েট প্রেস

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর