৩১ মে, ২০২১ ১২:৪২

বামপন্থী সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি : নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

বামপন্থী সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেছেন, প্রস্তাবিত নতুন জোট সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। 

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৭১ বছর বয়সী নেতানিয়াহু রবিবার ডানপন্থী নেতাদের আহ্বান জানিয়ে বলেন, বামপন্থী সরকার গঠন করবেন না- এ ধরনের সরকার ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকি। 

প্রসঙ্গত, ১২ বছর ইসরায়েল শাসন করা নেতানিয়াহুর ক্ষমতা থাকার বিষয়টি হুমকির মুখে পড়েছে। কারণ, তার বিরোধীরা নতুন জোট সরকার গড়ার পরিকল্পনা করছেন। তারা সফল হলে ইসরায়েলের দীর্ঘদিনের শাসক নেতানিয়াহু যুগের অবসান ঘটবে।

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। গত দুই বছরের মধ্যে ইসরায়েলে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেও নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা পাননি। এবার তাকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা চলছে ইসরায়েলে।  

সূত্র : বিবিসি


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর