ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে।
তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।
গ্রোসি সোমবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ’র প্রশ্নের সুস্পষ্ট জবাব না দেওয়ায় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এ সংস্থা সক্ষম নাও হতে পারে। তিনি আরও বলেন, আইএইএ’র সঙ্গে ইরান পরিপূর্ণ সহযোগিতা করছে না।আন্তর্জাতিক এ সংস্থা দাবি করছে, ইরানের হাতে চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ-কে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গ্রোসি এমন কথা এই প্রথম বলেননি, এর আগেও তিনি এমন দাবি করেছেন।
এর আগে, ইসরায়েলের গুপ্তচর সংস্থার পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ইরানের দুটি পরমাণু স্থাপনায় প্রবেশের অধিকার চেয়েছিল আইএইএ। ইরান সেখানে আইএইএ-কে প্রবেশাধিকার দিয়েছিল তবে ভিনদেশি গুপ্তচর সংস্থার রিপোর্টের ভিত্তিতে এমন দাবি জানানোর কারণে ইরান প্রচণ্ড প্রতিবাদ করেছিল।
বিডি প্রতিদিন/কালাম