১৩ জুন, ২০২১ ১২:০৫

ক্ষতিকারক উপাদান থাকায় চীনা লবণ বর্জন করল পাকিস্তান

অনলাইন ডেস্ক

ক্ষতিকারক উপাদান থাকায় চীনা লবণ বর্জন করল পাকিস্তান

ক্ষতিকারক উপাদান থাকায় গোডাউন থেকে বিপুল পরিমাণ চীনা লবণ বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। ইতিমধ্যে বিভিন্ন সরকারি বিভাগ চীনা লবণ প্রস্তুতকারকদের বিরুদ্ধে একটি যৌথ পদক্ষেপ শুরু করেছে। খাদ্য বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শের ফৈয়াজ বলেছেন, 'এর ক্ষতিকারক প্রভাবের কারণে চীনের লবণ বিক্রি, ক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।' এছাড়াও খাদ্য নিয়ন্ত্রক জনগণকে চীনা লবণের বিষয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছে।    

জানা গেছে, পাকিস্তানের খাদ্য সচিব খুশাল খান, খাদ্য পরিচালক মুহাম্মদ জুবায়ের খান এবং জেলা প্রশাসক মীর রাজা ওজগানের নির্দেশে নওশেরা ক্যান্টের হাকিমাবাদ এলাকার জানজালপুরা এলাকায় খাদ্য পরিদর্শক ওয়াহিদুল্লাহ ইয়াসিন ও মুসাওয়ার খান এই ব্যবস্থা গ্রহণ করেন।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর