২৬ জুন, ২০২১ ১৩:১৯

মিয়ামিতে ভবন ধসে এখন পর্যন্ত মৃত্যু ৪, নিখোঁজ ১৫৯

অনলাইন ডেস্ক

মিয়ামিতে ভবন ধসে এখন পর্যন্ত মৃত্যু ৪, নিখোঁজ ১৫৯

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১৯৮০ সালে নির্মিত ১২ তলা ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। ফ্লোরিডা কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে। নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। তবে জীবিত মানুষদের উদ্ধারের আশা প্রকাশ করছেন শহরটির মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা।

মেয়র জানান, 'উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে তারা ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছে। তবে ধ্বংসস্তূপ যেকোনো সময় সরে গিয়ে আরেকটি ধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজের এই পদ্ধতি বেশ ধীরে এবং নিয়ম মেনে করা হচ্ছে।' ভবন ধসের মুহূর্তে ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এতে তখন কি পরিমাণ মানুষ ছিল, তা এখনো স্পষ্ট নয়। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর