২৯ জুন, ২০২১ ১৩:১৩

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার শীর্ষ নেতা নিহত

অনলাইন ডেস্ক

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার শীর্ষ নেতা নিহত

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলাগুলির ঘটনায় আজ মঙ্গলবার লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডার নাদিম আব্রার নিহত হয়েছেন। এর আগে গতকাল সোমবার তাকে কাশ্মীরের পারিমপোরা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার পারিমপোরা এলাকায় তল্লাশি চালায় যৌথবাহিনী। জাতীয় সড়কে হামলা চালাতে পারে জঙ্গিরা এমন খবর পাওয়ার পরই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেই সময় একটি গাড়িতে তল্লাশি করে গ্রেনেডসহ চালকসহ দু’জনকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে তিনি লস্কর নেতা নাদিম আব্রার।

এরপর আব্রারকে জেরা করে মালুরা এলাকার একটি বাড়ির খোঁজ পায় পুলিশ। তবে সেখানে যে তার আরও সঙ্গী লুকিয়ে আছে সে কথা গোপন রাখে আব্রার। তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। বাড়ির ভিতরে ঢুকতে গেলেই যৌথবাহিনীর উপর হামলা চালায় ওই বাড়িতে লুকিয়ে থাকা আব্রারের সঙ্গী। পাল্টা জবাব দেয় বাহিনীও।

এই ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। আব্রারের সঙ্গী নিহত হয় বাহিনীর গুলিতে। সেই সংঘর্ষে নিহত হয় আব্রারও। সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর