৭ জুলাই, ২০২১ ১৩:৩৬

দালাইলামাকে ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

অনলাইন ডেস্ক

দালাইলামাকে ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার টুইটারে জানান, 'সম্মানিত দালাইলামার সঙ্গে ফোনে কথা হয়েছে। তার ৮৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালাম। আমরা তার দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।' দালাইলামার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন তিনি। 

এদিকে, দালাইলামা তার ৮৬তম জন্মদিনে মোদির শুভেচ্ছার জবাবে বলেন বলেন, 'আমি যখন থেকে ভারতে শরণার্থী হিসেবে এসেছি তখন থেকে এখানকার স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির পূর্ণ লাভ উঠিয়েছি। আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই যে, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন ভারতীয় প্রাচীন জ্ঞানকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'আমি ভারতের ধর্মনিরপেক্ষতাকে সম্মান করি। এদেশ ধর্মের ওপর নির্ভরশীল নয়। এ দেশ করুণা, সততা এবং অহিংসার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।'

প্রসঙ্গত, তিব্বতীদের পরিচয় রক্ষার্থে সারা জীবন ধরে লড়াই করে চলা গত ৬২ বছর ধরে ভারতে শরণার্থী হয়ে বসবাস করেন ১৪তম দালাইলামা। তার আসল নাম তেনজিং গ্যাতসো। 

সূত্র: হিন্দুস্তান টাইমসের

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর