৮ জুলাই, ২০২১ ১৪:২৪

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

অনলাইন ডেস্ক

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে দেশটির পাঞ্জাব পুলিশ। তারা হলেন সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে মামলা দেওয়া হয়েছে।  
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার দুই সেনার বাড়ি অমৃতসরের চেচা গ্রামে। এর মধ্যে হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিলেন।

পাঞ্জাব পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশ’ নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

এদিকে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। 

গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর