১০ জুলাই, ২০২১ ১৪:১৪

আফ্রিকার সাহেল থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স

অনলাইন ডেস্ক

আফ্রিকার সাহেল থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে থাকা নিজেদের প্রায় তিন হাজার সেনা সরিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল শুক্রবার ভার্চুয়ালি জি-৫ সম্মেলনে যোগ দিয়ে বিষয়টি জানান ম্যাক্রোঁ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমা আফ্রিকায় আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে ফ্রান্সের সৈন্যরা দীর্ঘদিন ধরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তার মধ্যে সাহেল অঞ্চলে প্রায় ৮ বছর ধরে স্থানীয় নিরাপত্তা বাহিনীদের নানাভাবে সহায়তা দিচ্ছে ফ্রান্সের সেনারা।

চলতি বছরের জুন মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দেন, সাহেল অঞ্চলে থাকা অর্ধেক সেনা দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

এবার ম্যাক্রোঁ ঘোষণা দিলেন, ফ্রান্সে আড়াই থেকে তিন হাজার সেনা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া হবে। তবে আফ্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাননি তিনি। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য অব্যাহত থাকার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর