১১ আগস্ট, ২০২১ ০৮:১২

পাঁচ দিনের মধ্যে ৮ম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

অনলাইন ডেস্ক

পাঁচ দিনের মধ্যে ৮ম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

পাঁচ দিনের মধ্যে আফগানিস্তানের অষ্টম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান। মঙ্গলবার ফারাহ ও পুল-ই-খুমারি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ফারাহ এবং বাঘলান প্রদেশ দুটোই বর্তমানে তাদের কবজায়। প্রাদেশিক পার্লামেন্ট, কেন্দ্রীয় কারাগার ও পুলিশ হেডকোয়ার্টারের ওপর সাদা পতাকা উড়িয়ে নিজেদের নিয়ন্ত্রণ জানান দেয় তালেবান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ’র মাধ্যমে ইরান সীমান্ত ক্রসিংয়ের ওপর পুরোপুরি দখল পেল সংগঠনটি।

অন্যদিকে, পরাজয় স্বীকার করে শহরের বাইরে একটি ঘাঁটিতে সরে গেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এছাড়াও, মাত্র ২ ঘণ্টা লড়াইয়ের পর পুল-ই-খুমারি থেকে পিছু হঠতে বাধ্য হয় সরকারি বাহিনী।

ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুসারে, আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা বর্তমানে তালেবানের দখলে। আরও ১১টি প্রাদেশিক রাজধানী দখলের দ্বারপ্রান্তে তারা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর