২৫ আগস্ট, ২০২১ ১৪:৩২
ফিলিপাইন

ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুতার্তে

অনলাইন ডেস্ক

ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুতার্তে

রদ্রিগো দুতার্তে

২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের। 

ফিলিপাইনে একবারের বেশি প্রেসিডেন্ট পদে ক্ষমতায় থাকা যায় না। তাই বাধ্য হয়েই প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ২০১৬ সালে ক্ষমতা আসা বিশ্বের আলোচিত এ রাজনীতিবিদকে। দুতার্তে বলেছেন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে লড়বো। এরপর সন্ত্রাস, অপরাধ ও মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত রাখবো। নির্দেশনা ও পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমার থাকবে না তবে আমি সবার কাছে আমি আমার মতামত তুলে ধরতে পারি। 

এর আগে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুতার্তের ভাইস প্রেসিডেন্ট পদে লড়াইয়ের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। আগামী ৮ সেপ্টেম্বর দলটির জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। আগামী নির্বাচনে দুতার্তের সহযোগী ক্রিস্টোফার বং গো এর প্রেসিডেন্ট পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর