২৮ আগস্ট, ২০২১ ১৬:৫৩

টোকিও অলিম্পিকের অর্থনৈতিক সুফল ৫৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকের অর্থনৈতিক সুফল ৫৫ বিলিয়ন ডলার

জাপানের টোকিওতে চলছে প্যারা অলিম্পিকের ইভেন্ট। গত ৮ আগস্ট শেষ হয়েছে অলিম্পিকের ইভেন্ট। এ দুই ইভেন্ট থেকে জাপানের আর্থিক সুবিধার পরিমাণ প্রায় ৬.১৪ ট্রিলিয়ন (৫৫ বিলিয়ন) ডলার। তবে এতে আয়োজকদের ২ ট্রিলিয়ন ইয়েনেরও বেশি লোকসান হবে। কানসাই বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক অর্থনীতি বিভাগের অধ্যাপক কাটসুহিরো মিয়ামোতো এ পূর্বাভাস দিয়েছেন। 

অধ্যাপক মিয়ামোতোর মতে, জাতীয় স্টেডিয়াম ও অ্যাথলেট ভিলেজসহ অবকাঠামো নির্মাণ ব্যয় থেকে প্রায় ৩.২৭ ট্রিলিয়ন ইয়েন এরই মধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে।

তার বিশ্লেষণ অনুযায়ী, এক্ষেত্রে আয়োজকদের মোট ২.৩৭ ট্রিলিয়ন ইয়েন লোকসান হতে পারে। এর মধ্যে টোকিও মেট্রোপলিটন সরকারের ১.৪১ ট্রিলিয়ন ইয়েন, কেন্দ্রীয় সরকারের ৮৭৪ বিলিয়ন ইয়েন এবং বাকি লোকসানের অর্থ আয়োজক কমিটির মাধ্যমে ব্যয় করা হয়েছে।

তিনি বলেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আমি এ হিসাব প্রস্তুত করেছি। এ হিসাবের মধ্যে কভিডজনিত বিরূপ প্রভাব অন্তর্ভুক্ত নয়। কভিড-১৯ সংক্রমণের কারণে প্রায় সব ভেনুতেই গেমগুলো দর্শকছাড়া অনুষ্ঠিত হয়েছিল।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর