শিরোনাম
১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১১

ফিলিস্তিনকে দেড়শ মিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে দেড়শ মিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

এবার ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেড়শ মিলিয়ন ডলার (ইসরায়েল মুদ্রা ৫০ কোটি শেকেল) ঋণের ঘোষণা দিলো ইসরায়েল! তবে এই ঋণ ২০২২ সালের মধ্যে পরিশোধ করতে হবে। 

পশ্চিমতীরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গত রবিবার রাতে বৈঠকের পর এ ঋণের বিষয়ে চুক্তি হয়েছে। জানা গেছে, এছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেন বৈঠকে। ২০১৪ সালের পর এটি কোনো উচ্চপর্যায়ের বৈঠক। 

উল্লেখ্য, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনের স্বাধীনতার কট্টরবিরোধী। এরপরও তিনি ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করেন। সূত্র : মিডলইস্ট আই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর