৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৯

তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইইউ

অনলাইন ডেস্ক

তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইইউ

এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তালেবানের সঙ্গে সম্পর্ক করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবানকে অবশ্যই নারী অধিকার ও মানবাধিকারকে সম্মান জানাতে হবে এবং আফগানিস্তানকে সন্ত্রাসবাদের ঘাঁটি বানাতে দেওয়া যাবে না। শুক্রবার ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে স্লোভেনিয়ায় ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে বরেল বলেছেন, ‘আফগান জনগণকে সমর্থণ জানাতে আমাদের দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন।’

তিনি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণে তালেবানের ইচ্ছার ওপর নির্ভর করবে সহযোগিতার মাত্রা। আফগানিস্তান যাতে পুনরাায় সন্ত্রাসীদের ঘাঁটি না হয় তা নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। এছাড়া তাদেরকে মানবাধিকার, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতাকে অবশ্যই সম্মান জানাতে হবে।

বরেল বলেন, ‘এটি প্রক্রিয়াগত সম্পৃক্ততা এবং প্রক্রিয়াগত সম্পৃক্ততা বৃদ্ধি নির্ভর করবে এই সরকারের আচরণের ওপর।’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর