১০ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৮

আফগানিস্তানকে ত্রাণ দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে ত্রাণ দিল পাকিস্তান

আফগানিস্তানকে ত্রাণ দিল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠালো দেশটির রাষ্ট্রদূত মানসুর আহমাদ খান। খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের একটি সামরিক প্লেন কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরে পৌঁছায়।

পাকিস্তানের বহিঃপ্রচার উইং টুইটারে এক পোস্টে জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। বিমান বাহিনীর একটি বিমান ত্রাণ নিয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রাণসামগ্রী নিয়ে তিনটি বিমান কাবুলে পৌঁছেছে। এরপরে স্থলপথেও ত্রাণ সামগ্রী পাঠানো অব্যাহত থাকবে।

পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মনসুর আহমদ খান বিমানবন্দরে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

এর আগে আফগানিস্তানের নতুন সরকারকে চীন ৩ কোটি ১০ লাখ ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটি নতুন তালেবান সরকারকে শুভেচ্ছাও জানিয়েছে।

অন্যদিকে, রাশিয়া বলেছে, তারা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। তারা নতুন সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করছে।


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর