১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৪০

পররাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী

নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অঙ্ক বিজলেভেল্ড।

নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অঙ্ক বিজলেভেল্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত মাসে আফগানিস্তান থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার একই ইস্যুতে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে অধিকাংশ সদস্য মনে করেন, তাদের নাগরিক ও যেসব আফগান সহায়তা করেছে তাদের উদ্ধার করতে দেরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন উভয় মন্ত্রীই। নেদারল্যান্ডে আশ্রয় পাওয়ার যোগ্য, এমন হাজার হাজার আফগানদের নিরাপদে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তারা।

অবশ্য বিজলেভেল্ড প্রথমে বলেছিলেন যে, তিনি তার পদে থেকে দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু তার নিজের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস পার্টির সদস্যদের তীব্র সমালোচনার মুখে একদিন পরই নিদ্ধান্ত পুনর্বিবেচনা করলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর