২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০১

মার্কিন আপত্তি উপেক্ষা করে আরও এস-৪০০ কেনার পরিকল্পনায় তুরস্ক!

অনলাইন ডেস্ক

মার্কিন আপত্তি উপেক্ষা করে আরও এস-৪০০ কেনার পরিকল্পনায় তুরস্ক!

উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক বিশ্ব। যুক্তরাষ্ট্রের আপত্তি থাকার সত্ত্বেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবারও কেনার কথা ভাবছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

এরদোগান বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার বিকল্প দেওয়া হয়নি আমাদের। ১ দশমিক ৪ বিলিয়ন ডলার নেওয়ার পরও যুক্তরাষ্ট্র এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান তুরস্ককে সরবরাহ করেনি।

আল জাজিরা জানায়, সিবিএস এখনও সেই সাক্ষাৎকার পূর্ণাঙ্গ প্রকাশ করেনি। তবে তাদের প্রকাশিত সংক্ষিপ্ত ভিডিও ফুটেজে এরদোগানের এসব মন্তব্য তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ন্যাটোর সদস্য তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার এবং রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পশ্চিমের এই সামরিক জোট।

সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর