৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৮
খবর বিবিসির

মহানবী (স)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট নিহত

অনলাইন ডেস্ক

মহানবী (স)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট নিহত

সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস

সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস যিনি কুকুরের শরীরে হযরত মুহাম্মদের মাথা স্কেচ করেছিলেন তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভিল্কস সুইডেনের মার্কারিড শহরের কাছে একটি বেসামরিক পুলিশের গাড়িতে ভ্রমণ করছিলেন যা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই সড়ক দুর্ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাক চালক আহত হয়েছেন।

৭৫ বছর বয়সী ভিল্কস ব্যাঙ্গচিত্র আঁকা এ কার্টুনটি নিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়ার পর পুলিশের সুরক্ষায় বসবাস করতেন।

উল্লেখ্য, ভিল্কস মহানবী (স)-এর ব্যাঙ্গচিত্র আঁকার পর সারাবিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। এরপর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত করেন। এরপর পরই এই কার্টুনশিল্পীকে হত্যার জন্য এর লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকে অবস্থানরত আল কায়েদা। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর