৬ অক্টোবর, ২০২১ ১৩:৪০

জম্মু-কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

জম্মু-কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মীর থেকে ৩০৭ ধারা প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর উপত্যকা সফরে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে খবর আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর তিন দিনের সফরে উপত্যকায় যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের উদ্যোগে উন্নয়নমূলক কাজকর্ম কেমন চলছে তা খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত একটি শীর্ষ বৈঠকেও উপস্থিত থাকবেন শাহ। 

২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর ওই বছরের জুন মাসে সর্বশেষ জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে দুই বছরের বেশি সময় পর উপত্যকায় আসতে চলেছেন শাহ। এই সফরে জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত এলাকাতেও যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫/এ ধারা প্রত্যাহার করে ওই রাজ্যকে দুইটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে (জম্মু-কাশ্মীর ও লাদাখ) ভাগ করার সিদ্ধান্ত নেয় ভারতের নরেন্দ্র মোদি সরকার। 


বিডি প্রতিদিন/হিমেল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর