৪ নভেম্বর, ২০২১ ০৫:৪৪

এশিয়ায় হাজার কোটি ডলার সাহায্যের অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

এশিয়ায় হাজার কোটি ডলার সাহায্যের অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য নিজ দেশের পরিকল্পনা নির্ধারণ করেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। তিনি অন্যান্য দেশগুলোকে অনুসরণ করতে সাহায্য করার জন্য বড় অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিশিদা স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বলেন, জাপানের লক্ষ্য ২০৫০ সালে কার্বন নিরপেক্ষতা অর্জন করা। এটি করার জন্য, সরকার ২০১৩ অর্থবছরের স্তর থেকে ২০৩০ সালে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৬ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে। তিনি যোগ করেন যদি সম্ভব হয়, জাপান ৫০ শতাংশ কমানোর চেষ্টাও করবে। 

উন্নয়নশীল দেশগুলোকে (বিশেষ করে এশিয়ায়, যাকে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন) নেট শূন্য নির্গমন অর্জনে সাহায্য করার জন্য আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার (১ হাজার কোটি ডলার বা ৮৫ হাজার ৭৬৯ কোটি ৪৩ লাখ টাকা) পর্যন্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কিশিদা।  

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তরিত করতে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প চালু করবে জাপান।

বিশ্বকে কার্বনমুক্ত সমাজের দিকে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কিশিদা।

সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড জাপান, জাপান টাইমস
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর