৯ নভেম্বর, ২০২১ ১৩:১০

হিমালয় থেকে ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

হিমালয় থেকে ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

নেপালের হিমালয়ের একটি প্রত্যন্ত কোণ থেকে দুই সপ্তাহ আগে নিখোঁজ তিন ফরাসি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির একটি অনুসন্ধান দল গতকাল সোমবার তাদের মরদেহগুলো উদ্ধার করে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, ওই তিন ফরাসি পর্বতারোহীরা মাউন্ট এভারেস্টের কাছাকাছি ৬ হাজার মিটারের (১৯ হাজার ৭০০ ফুট) শৃঙ্গ মিংবো আইগারে আরোহণ করার প্রস্তুতি নিচ্ছিল। গত ২৬ অক্টোবর তাদের ক্যাম্প থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে শেষবার কথা শোনা যায়।

এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। খারাপ আবহাওয়া তাদের খুঁজে বের করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছিল। গত সপ্তাহে তাদের শনাক্ত করার চেষ্টা করা দলের একজন সদস্য জানান, তারা একটি পাঁচতলা ভবনের সমান উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

পুলিশ পরিদর্শক ঋষি রাজ জানান, তল্লাশি এলাকায় তিনটি মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ আনতে পেশাদার উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর