১৬ নভেম্বর, ২০২১ ১০:১৪

বেলারুশের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

বেলারুশের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে প্রচণ্ড শীতের মধ্যে ইইউ’র বেলারুশ সীমান্তের বনে হাজার হাজার শরণার্থীর অবস্থান করছেন।

বলা হচ্ছে, পূর্বে বিভিন্ন কারণে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর পুনর্নিবাচিত সরকার।

এসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তান থেকে এসেছেন এবং এ বছরের শুরু থেকে ইইউর বেলারুশ সীমান্তে অবস্থান নিতে থাকেন। শরণার্থীরা নতুন এই পথে লিথুনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ডে ঢুকতে চেষ্টা করেন যা আগে কখনও ব্যবহৃত হয়নি।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর