১০ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৫

বেইজিং অলিম্পিক বর্জন ‘অর্থহীন’ : ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

বেইজিং অলিম্পিক বর্জন ‘অর্থহীন’ : ফ্রান্সের প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‌‘চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার সিদ্ধান্তটি ‘অর্থহীন’। আমরা এতে অংশগ্রহণ করছি।’ 

তিনি বলেন, ‘কূটনৈতিকভাবে বয়কট করার কোনো তাৎপর্য নেই এবং এটি শুধু একটি প্রতীকী ব্যাপার।’

২০২২ সালে অনুষ্ঠিতব্য এই অলিম্পিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া কূটনৈতিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেয়। দেশগুলোর দাবি, চীনে মানবাধিকার পরিস্থিতি রেকর্ড খারাপ হওয়ার কারণে বেইজিং শীতকালীন অলিম্পিকে তারা কোনো সরকারি প্রতিনিধি পাঠাবে না।

বয়কট ঘোষণার পর চীন জানায়, যেসব দেশ শীতকালীন অলিম্পিক কূটনীতিকভাবে বর্জন করছে, এ ভুলের জন্য তাদের মূল্য দিতে হবে।

সূত্র : বিবিসি, ফ্রান্স২৪

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

 


 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর