১ জানুয়ারি, ২০২২ ১৬:৩৫

টনি ব্লেয়ার এখন ‘স্যার টনি’

অনলাইন ডেস্ক

টনি ব্লেয়ার এখন ‘স্যার টনি’

টনি ব্লেয়ার

নবর্ষের প্রথম দিন থেকেই ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচিত হবেন ‘স্যার টনি’ নামে। টনি ব্লেয়ার, ব্রিটিশ রাজপুত্র চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা ও লেবার পার্টির রাজনীতিবিদ ও কূটনীতিক ব্যারোনেস আমোসকে অর্ডার অব দ্য গার্টারের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এ কারণেই ব্লেয়ার পরিচিত হবেন স্যার টনি নামে।

রানির ব্যক্তিগত পছন্দে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। ১৩৪৮ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিংহাসনে ক্ষমতাসীন রাজা/রানি তার পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এ সম্মাননা দিয়ে থাকেন। 

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ও ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্ব দিয়েছেন টনি ব্লেয়ার। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে কূটনীতিক হিসেবে  টনি ব্লেয়ার দায়িত্ব পালন করেছেন। 

সূত্র : বিবিসি


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর