৪ জানুয়ারি, ২০২২ ০৮:০০

চরম বিপর্যস্ত তুরস্কের মুদ্রা লিরা, সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

অনলাইন ডেস্ক

চরম বিপর্যস্ত তুরস্কের মুদ্রা লিরা, সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

প্রতীকী ছবি

চরম বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্কের মুদ্রা লিরা। ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি গত ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার প্রকাশিত তুর্কি সরকারি তথ্যানুযায়ী- ২০০২ সালের পর বার্ষিক মুদ্রাস্ফীতির হার এখন সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান নজিরবিহীন ও অপ্রচলিত কিছু মুদ্রানীতি গ্রহণের পর দেশটিতে সংকট দেখা দেয় এবং হু হু করে বাড়ে মুদ্রাস্ফীতি। সরকার মুদ্রাস্ফীতির যে ধারণা করেছিল তার চেয়ে সাত গুণ বেশি মুদ্রাস্ফীতির হয়েছে বলে তুরস্কের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাসের চেয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে ভোক্তাদের খরচ বা পণ্যমূল্য ৩৬.১ ভাগ বেড়ে যায়। গত নভেম্বর মাসে পণ্যমূল্য বেড়েছিল শতকরা ২১.৩ ভাগ।

২০০২ সালের অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ৩৩.৪৫ ভাগে দাঁড়িয়েছিল। এ ঘটনা ঘটেছিল রিসেপ তাইয়্যেব এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট বা এ কে পার্টি ক্ষমতায় আসার আগে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর