৭ জানুয়ারি, ২০২২ ১৩:৫০

ওড়িশায় দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ভারত

অনলাইন ডেস্ক

ওড়িশায় দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ভারত

ওড়িশায় দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্য তৈরি করছে ভারত। ফাইল ছবি

ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে দেশটির ওড়িশা রাজ্যে। বিভিন্ন জলাশয়ের ওপর ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে।

এ উপলক্ষে দেশটির রাষ্ট্রায়াত্ত হাইড্রোপাওয়ার কোম্পানি এনএইচপিসি লিমিটেড ওড়িশার স্থানীয় কোম্পানি গ্রিন এনার্জি ডেভালপমেন্ট করপোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ভাসমান এই সৌর বিদ্যুৎ প্রকল্পে কোম্পানি দুটি প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুই হাজার কোটি রুপি (ভারতীয় মুদ্রা) বিনিয়োগ করবে, যা থেকে প্রতি বছর ৬০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে এই প্রকল্প ৫০০ মেগাওয়াটে উন্নীত করা হবে।

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর