৩১ জানুয়ারি, ২০২২ ১০:২৩

পাকিস্তানে খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

পাকিস্তানে খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি গির্জা থেকে বাড়ি ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে পাস্তর উইলিয়াম সিরাজ নামে এক খ্রিস্টান যাজকের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। গতকাল রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশওয়ারে গির্জা থেকে বাড়িতে যাওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে ওই যাজককে হত্যা করে। এ ঘটনায় তার এক সহকর্মী আহত হয়েছেন।

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, পাস্তর সিরাজ ও তার সহকর্মী রেভ প্যাট্রিক নায়িমকে বহনকারী গাড়িটি পেশোয়ারের চামকানি অঞ্চলে পৌঁছালে হামলাকারী গুলি ছোড়ে। এতে পাস্তর মারা যান এবং রেভ আহত হন। প্রোটেস্টেন্ট গির্জার সবচেয়ে জ্যেষ্ঠ বিশপ আজাদ মার্শাল এ হত্যাকাণ্ডের  নিন্দা জানিয়েছেন।

এক টুইটে তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং পাকিস্তান সরকারের প্রতি খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত আফগানিস্তানের লাগোয়া। ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যারা আফগান তালেবানের সহযোগী হিসেবে কাজ করছে।    

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর