৩১ জানুয়ারি, ২০২২ ১১:১৮

মুদ্রাস্ফীতি চরমে, পরিসংখ্যান কর্মকর্তাকে সরালেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

মুদ্রাস্ফীতি চরমে, পরিসংখ্যান কর্মকর্তাকে সরালেন এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি

১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে তুরস্ক। জিনিসের দাম আকাশছোঁয়া। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির পরিসংখ্যান এজেন্সির প্রধানকে বরখাস্ত করলেন। সেইসঙ্গে সংবাদমাধ্যমকে নৈতিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

পরিসংখ্যান এজেন্সি জানায়, মুদ্রাস্ফীতির হার হয়েছে ৩৬ দশমিক এক শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বিরোধী নেতারা মনে করেন, মুদ্রাস্ফীতির এই হারও কমিয়ে দেখানো হয়েছে। তাদের অভিযোগ, জীবনধারণের খরচ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

তবে এরদোয়ান ঘনিষ্টমহলে এজেন্সির কড়া সমালোচনা করে বলেছিলেন, এজেন্সি বাড়াবাড়ি করছে। তারা তুরস্কের আর্থিক সমস্যাকে বাড়িয়ে দেখিয়েছে।

আগামী মাসে মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, সেটা ৪৭ শতাংশে পৌঁছাতে পারে।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর