৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১১

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

অনলাইন ডেস্ক

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ফাইল ছবি

তাইওয়ানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে জো বাইডেন প্রশাসন। এই অনুমোদনের মাধ্যমে ১০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয়, প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণ আরও শক্তিশালী করতে পারবে তাইওয়ান।

এ ব্যাপারে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ প্রদান করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তাইওয়ানের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে ভূমিকা করবে।

সংস্থাটি জানিয়েছে, তাইওয়ানে এসব সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার হবে দুই মার্কিন কোম্পানি রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর