১৭ ফেব্রুয়ারি, ২০২২ ২২:৫২

শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না : সর্বোচ্চ নেতা

অনলাইন ডেস্ক

শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না : সর্বোচ্চ নেতা

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ফাইল ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা শত্রুরাও জানে। কিন্তু তারা ইরানকে শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না বলে এদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ বৃহস্পতিবার তাবরিজ গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ওই প্রদেশের জনগণের এক সমাবেশে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, আজ হোক অথবা কাল আমাদের বেসামরিক কাজে পরমাণু জ্বালানির ওপর নির্ভরশীল হতেই হবে। আজ যদি আমরা এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্বে না আনি আগামীকাল আমরা পিছিয়ে পড়ব। সেদিন যাতে শত্রুদের মুখাপেক্ষি হতে না হয় সেজন্যই আমরা পরমাণু কর্মসূচির প্রতি এতটা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বেশিরভাগ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তির দিকে ধাবিত হচ্ছে। কাজেই আমাদের এই খাতে ব্যাপকভাবে গবেষণা চালাতে হবে।

সূত্র : পার্সটুডে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর