১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৩

এবার মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

অনলাইন ডেস্ক

এবার মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

প্রতীকী ছবি

আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু আছে আর ৮ বছর। ২০৩০ সালের শেষেই এর সমাধি হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের এক প্রান্তিক অংশে। তবে অসুবিধা নেই, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই আর একটি স্পেস স্টেশন তৈরি করছে চীন। স্পেস স্টেশনটির নাম হবে তিয়াংগং স্পেস স্টেশন। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। জানা গেছে, এই স্পেশ স্টেশনে তিনটি অংশ থাকবে। যা একটু একটু করে পাঠানো হবে মহাশূন্যে। মোট ছয়টি ধাপে পাঠিয়ে তৈরি হবে সমগ্র অংশটি। তিন অংশের যেটাতে গবেষণা হবে তার নাম দেওয়া হয়েছে ওয়েনতিয়ান। 

জানা গেছে, এই স্পেস স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। এর তিনটি মডিউলের দুইটির এক একটার ওজন হবে ২০ হাজার কেজি করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই এই মহাকাশ স্টেশনে গবেষণা করতে পারবেন অন্যান্য দেশের বিজ্ঞানীরাও। শুধু চীনা বিজ্ঞানীদেরই প্রবেশাধিকার আছে এমন নয় আদৌ। 

প্রসঙ্গত, মহাকাশ গবেষণায় কোমর বেঁধে নেমেছে চীন। চন্দ্র অভিযান থেকে মঙ্গলে রোভার পাঠানো সবই হয়েছে সাম্প্রতিক সময়ে। এবার মহাকাশ স্টেশন গড়ায় নজর দিল দেশটি।    


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর