২৬ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৪৭
বিবিসির প্রতিবেদন

আমাকে ক্ষমতাচ্যুত করার রুশ পরিকল্পনা বানচাল : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

আমাকে ক্ষমতাচ্যুত করার রুশ পরিকল্পনা বানচাল : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাতের বেলা আমাকে গ্রেফতার করে রাশিয়ার নিজের পছন্দের নেতাকে আমার স্থলে বসিয়ে দেওয়ার রুশ পরিকল্পনা বানচাল করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।’

শনিবার এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, ‘তাদের পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি।’ 

রাজধানী কিয়েভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এখনো তার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভিডিওবার্তায় সামরিক হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ তৈরির জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

তিনি যোগ করেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে। ইউক্রেন বর্তমানে ইইউ-এর সদস্য নয়, তবে ইউরোপীয় ব্লকে যোগদানের আকাঙ্ক্ষা তার সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর