শিরোনাম
১ মার্চ, ২০২২ ০৯:০৬

ইউক্রেনে ব্যবহার করা যাচ্ছে না রাশিয়ার ফোন নাম্বার

অনলাইন ডেস্ক

ইউক্রেনে ব্যবহার করা যাচ্ছে না রাশিয়ার ফোন নাম্বার

ইউক্রেনের টেলিকম অবকাঠামো ব্যবহার করতে পারবে না রাশিয়ার ফোন নাম্বারের গ্রাহকরা। ইউক্রেনের স্টেট স্পেশাল কমিউনিকেশন সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের সরকারি সংস্থাটি জানিয়েছে, নিজেদের নাম্বার থেকে কল করতে না পেরে রাশিয়ার দখলদার বাহিনী ইউক্রেনের নাগরিকদের ফোন ছিনিয়ে নেওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।

রাশিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য নিজেদের মোবাইল নাম্বার ও ওয়াকি টকি ব্যবহার করছে- ইউক্রেনের সামরিক বাহিনীর এমন দাবির প্রেক্ষিতে টেলিকম প্রতিষ্ঠানগুলো রাশিয়ার নাম্বারগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।

ইউক্রেনের যেসব নাগরিকের ফোন রাশিয়ার সৈন্যরা নিয়ে গেছে তাদেরকে বিষয়টি ফোন অপারেটরকে জানিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাতে যত দ্রুত সম্ভব এসব নাম্বার ব্লক করে দেওয়া যায়।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‌‘ফোন নিয়ে গেলে অভিযোগ জানানো কঠিন। কিন্তু অভিযোগ জানানোটা দেশের নিরাপত্তা ও নাগরিকদের জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর ফোন নাম্বার বা ল্যান্ডলাইন ব্যবহার করে হলেও দ্রুত অভিযোগ জানিয়ে দিন।’  

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর