৩ মার্চ, ২০২২ ১৬:২৫

সুইফট থেকে ৭ রুশ ব্যাংককে বিচ্ছিন্ন করলো ইউরোপিয়ান ইউনিয়ন

অনলাইন ডেস্ক

সুইফট থেকে ৭ রুশ ব্যাংককে বিচ্ছিন্ন করলো ইউরোপিয়ান ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন বুধবার জানিয়েছে, সুইফট মেসেজিং সিস্টেম থেকে ৭ রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের। তবে সংবাদমাধ্যমটি দাবি করেছে, যারা জ্বালানি খানের লেনদেনের সঙ্গে যুক্ত তাদের এ নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে, সুইফ ইন্টারব্যাংক পেম্যান্ট সিস্টেম থেকে রাশিয়ার সাতটি ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে VTB, Rossiya, Otkritie, Novikombank, Promsvyazbank, Sovcombank and VEB.RF।

ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, প্রয়োজন দেখা দিলে অন্য ব্যাংককেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর