৪ মার্চ, ২০২২ ০২:৩২
দ্য সানের প্রতিবেদন

ইউক্রেনীয়দের রক্তপাতের দায় ন্যাটোরও: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইউক্রেনীয়দের রক্তপাতের দায় ন্যাটোরও: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সাধারণ মানুষের প্রাণহানির পেছনে ন্যাটোকেও দায়ী করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী অলহা স্টেফানিশিনা। 

বিবিসির রেডিও ফোরে দেওয়া সাক্ষাৎকারে অলহা বলেন, ‘ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানানো হয়েছিল। কিন্তু ন্যাটো এ আহ্বানে সাড়া দেয়নি। ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির জন্য ন্যাটোরও কিছুটা দায় আছে।’ 

তিনি বলেন, ‘শুধু এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে সাধারণ মানুষ এবং শিশুদের প্রাণ দিতে হচ্ছে, এটা খুবই অমানবিক।’ অলহা বলেন, ‘এই বেসামরিকদের রক্তের মধ্যে গতকাল জন্মানো শিশুটির বাবা-মাও ভারী গোলার আঘাতে প্রাণ হারিয়েছে- শুধু রাশিয়া তাদের খুন করছে এমন নয়।’

উপপ্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কথাবার্তায় কূটনৈতিক কৌশল অবলম্বন না করায় ক্ষমাও চান অলহা স্টেফানিশিনা। তিনি বলেন, ‘আমি যেখানে বসে কথা বলছি সেটি মূলত বোমা হামলা থেকে বাঁচতে বানানো একটি আশ্রয় কেন্দ্র।’

উল্লেখ্য, বেসামরিক প্রাণহানি রোধে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছিল ইউক্রেন। কিন্তু এতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বাহিনীর সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তাবে সায় দেয়নি ন্যাটো জোটের সদস্য দেশগুলো। এতে পশ্চিমা বাহিনীকে সরাসরি রুশ বিমানবাহিনীর সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া হবে বলে তারা মনে করছেন।

সূত্র: দ্য সান


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর