৪ মার্চ, ২০২২ ০৬:৩৮
রয়টার্সের প্রতিবেদন

আরেকটি ভাইরাস আমাদের আক্রমণ করেছে: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

আরেকটি ভাইরাস আমাদের আক্রমণ করেছে: জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা চলছে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। 

এমন পরিস্থিতিতে রাশিয়ার হামলাকে ভাইরাস হিসেবে অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশে এক সপ্তাহ হয়েছে আরেকটি ভাইরাস আক্রমণ করেছে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় রুশ হামলা নিয়ে এই মন্তব্য করেন তিনি।

রাশিয়ার হামলাকে ভাইরাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন দুই বছর আগে প্রথম করোনা রোগী শনাক্ত করেছিল। এখন এক সপ্তাহ হয়ে গেছে, আরেকটি ভাইরাস আক্রমণ করেছে।

জেলেনস্কি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ভূখণ্ড নেই... আমাদের পারমাণবিক অস্ত্র নেই, আমরা আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাস সরবরাহ করি না। কিন্তু আমাদের জনগণ আছে। আমাদের জমি আছে। এসব নিয়েই যুদ্ধ করছি।’

সূত্র: রয়টার্স।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর