১৬ মার্চ, ২০২২ ০৯:৫০

ন্যাটোতে যোগ দিতে না পারার বিষয়টি দেশবাসীর মেনে নেওয়া উচিত: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ন্যাটোতে যোগ দিতে না পারার বিষয়টি দেশবাসীর মেনে নেওয়া উচিত: জেলেনস্কি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দিতে না পারার বিষয়টি দেশটির মেনে নেওয়া উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য না। আমরা এটা বুঝতে পারছি। আমাদের যথেষ্ট জনশক্তি রয়েছে। খবর বিবিসি অনলাইনের

তিনি বলেন, আমরা অনেক বছর ধরেই শুনছি ন্যাটোর দরজা খোলা আছে। কিন্তু আমরা এটাও শুনেছি যে ওই দরজা দিয়ে আমরা ঢুকতে পারবো না। এটা সত্য এবং এটা অবশ্যই স্বীকৃত। 

জেলেনস্কি বলেন, আমাদের জনগণ এটা বুঝতে শুরু করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর