১৭ মার্চ, ২০২২ ০৩:৪০

মারিউপোলে থিয়েটার হলে রাশিয়ার হামলা, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

মারিউপোলে থিয়েটার হলে রাশিয়ার হামলা, দাবি ইউক্রেনের

রাশিয়ান হামলার পরে থিয়েটারের ছবি প্রকাশ করে মারিউপোল সিটি কাউন্সিল। বিবিসি ছবিটি যাচাই করেছে

মারিউপোলের একটি থিয়েটার হলে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এ হামলায় হতাহতের সংখ্যা কত তা এখনো জানাতে পারেননি তারা। 

কর্মকর্তারা বলেছেন, শহরের থিয়েটার হলে বোমা ফেলেছে রাশিয়ান বিমান, যেখানে ১,২০০ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিল।

তারা বলেন, শহরের কেন্দ্রে সোভিয়েত আমলের এই বিশাল ভবনে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ‌‘আরেকটি ভয়াবহ যুদ্ধাপরাধ" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি অসম্ভব যে রাশিয়া জানত না, জায়গাটি বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্র।

তবে থিয়েটারে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর