২১ মার্চ, ২০২২ ০৯:৩১

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চালু করলো স্লোভাকিয়া

অনলাইন ডেস্ক

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চালু করলো স্লোভাকিয়া

ন্যাটোর সদস্য দেশ স্লোভাকিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চালু করেছে। রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (২০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, জার্মান এবং ডাচ সেনারা সিস্টেমটি পরিচালনা করবে এবং ন্যাটোর পূর্ব দিকের প্রতিরক্ষা শক্তিশালী করতে প্রাথমিকভাবে সেন্ট্রাল স্লোভাকিয়ার স্লিয়াক বিমানবন্দরে এটি চালু করা হবে।

মূলত, ইউক্রেনে রাশিয়ার অভিযানের ফলে ন্যাটো তার প্রতিরক্ষা জোরদার করতে চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডিফেন্স মিনিস্টার জারোস্লাভ নাদ বলেন, আমি খুশি যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার দায়িত্বে থাকা প্রথম ইউনিটগুলো ক্রমান্বয়ে স্লোভাকিয়ায় আসছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর