২১ মার্চ, ২০২২ ২০:০১
বিবিসির প্রতিবেদন

ইউক্রেনের এক তরুণ সেনার নিঃসঙ্গ শেষকৃত্যের গল্প

অনলাইন ডেস্ক

ইউক্রেনের এক তরুণ সেনার নিঃসঙ্গ শেষকৃত্যের গল্প

সংগৃহীত ছবি

নাম দিমিত্রো কোতেঙ্কো। রণাঙ্গণে প্রাণ হারানো এই ইউক্রেনীয় তরুণ সৈনিকের কফিন যখন ময়দানে রাখা হলো, তখন তার চরপাশে ছিলো না পরিবারের কোনো সদস্য। তার বাবা কিংবা মা, কেউই শুনতে পায়নি তার গোরে দেওয়া গান-স্যালুটের শব্দ। দিমিত্রোর গোরের ওপর রাখা কাঠের ক্রুশ সেঁটে দেওয়ার শব্দও শুনতে পায়নি তার বাবা-মা কিংবা আত্মীয় স্বজেনের কেউ। 

দিমিত্রোর পরিবারের সদস্যরা থাকেন লিভিভ থেকে ৯৬০ কিলোমিটার দূরের শহর সুমিতে। তারা জানেনও না যে, তাদের আদরের সন্তানকে লিভিভে সমাহিত করা হয়েছে। 

রাশিয়ার অনবরত গোলাবর্ষণের কারণে দিমিত্রোর মতো অনেক সেনার মরদেহ তার স্বজনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আবার একই কারণে যুদ্ধে প্রাণ হারানো সেনাদের শেষকৃত্যে অংশ নিতে আসতে পারছে না তাদের স্বজনেরা। অনেকের পরিবারে কাছে প্রিয়জনের মৃত্যুর খবরটাও পৌঁছাচ্ছে অনেক দেরিতে। 

দিমিত্রোর কপাল একটু ভালো, তার সেনা স্কুল জীবনের বন্ধু ইয়ারোভেঙ্কো উপস্থিত ছিলেন তার শেষকৃত্যে। তিনি বলেন, ‘আমি আমার বন্ধুকে তার বাড়ি থেকে অনেক দূরে সমাহিত হতে দেখলাম।’

দিমিত্রোর বাবা ট্রাক চালাতেন, মা কাজ করতেন একটি স্থানীয় খামারে।


সূত্র: বিবিসি

বিডি প্রদতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর