২২ মার্চ, ২০২২ ১৪:২৫

জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়া হবে না: কমিটি পরিচালক

অনলাইন ডেস্ক

জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়া হবে না: কমিটি পরিচালক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলোনিস্কিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে না। নোবেল কমিটির পরিচালক রুশ সংবাদ সংস্থা তাসকে  এই তথ্য জানিয়েছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির পরিচালক ওলাভ নোলাস্তা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে এ বছর শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে না। কারণ ৩১ জানুয়ারি মনোনয়নের তারিখ শেষ হয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের সময়সীমা শেষ হয়ে গেলেও ইউরোপের এক দল রাজনীতিক জেলেনস্কিকে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানান। 

আবেদনটিতে স্বাক্ষর করেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, এস্তোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ও স্লোভাকিয়ার ৩৬ জন সাবেক ও বর্তমান রাজনীতিক।

নোবেল কমিটির পরিচালক বলেন, সাধারণত আমরা মনোনয়নের সময়সীমা বাড়াতে পারি না। কমিটির সদস্যরা প্রার্থী মনোনয়ন করেন। এই বছর সেটা ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৪৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫১ জন ও ৯২টি সংস্থা রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর