৩ এপ্রিল, ২০২২ ১০:৫০

আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন সারাহ পলিন

অনলাইন ডেস্ক

আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন সারাহ পলিন

সারাহ পলিন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সারাহ পলিন আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। এর মাধ্যমে ফের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরছেন রিপাবলিকান এ রাজনীতিবিদ। 

ওই আসটিতে লড়ছেন প্রায় ৪০ জনের মতো প্রার্থী। গতমাসে আসনটির প্রতিনিধি ডন ইয়োংয়ের হঠাৎ মৃত্যু হয়। ৪৯ বছর ধরে আসনটি ধরে রেখেছিলেন ডন। সারাহ পলিন জানিয়েছেন, তিনি ডন ইয়োংয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। 

বিবৃতিতে সারাহ গ্যাসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসনের কঠোর সমালোচনা করেন। তিনি আরও লিখেছেন, দেশকে রক্ষার লড়াইয়ে তাকে নামতে হবে, এটা তিনি জানতেন। 

উল্লেখ্য, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন তিনি। রিপাবলিকান নেতা জন ম্যাককেইনের সঙ্গে রানিংমেট হিসেবে লড়েছিলেন। কিন্তু তারা হেরে যান ডেমোক্রেট রাজনীতিবিদ বারাক ওবামার কাছে।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর