৪ এপ্রিল, ২০২২ ১২:২০

টানা চারবারের মতো ক্ষমতায় হাঙ্গেরির ভিক্টর অরবান

অনলাইন ডেস্ক

টানা চারবারের মতো ক্ষমতায় হাঙ্গেরির ভিক্টর অরবান

ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারের মতো ক্ষমতায় আরোহন করতে যাচ্ছেন ভিক্টর অরবান। খবর গার্ডিয়ানের। রবিবার রাত পর্যন্ত ৮৬ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছিল। ৫৩ শতাংশ ভোট পেয়ে অরবানের ফিদেসজ পার্টি এগিয়ে আছে। ১৯৯টি আসনের মধ্যে ১৩৫টিতেই অরবানের দল জিতবে বলে ধারণা করা হচ্ছে। 

জয় সুনিশ্চিত হওয়ার পর সমর্থকরা রাজধানী বুদাপেস্টে দলের সদর দফতরের সামনে ভিড় জমান। তারা ‘ভিক্টর’, ‘ভিক্টর’ বলে স্লোগান দেন।

২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ভিক্টর অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান বলেন, ‘পুরো বিশ্ব দেখতে পাচ্ছে যে আমাদের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক, রক্ষণশীল, দেশপ্রেমের রাজনীতির ব্রান্ড জিতেছে। ইউরোপকে আমরা এই বার্তা দিতে চাই যে, এ জয় অতীত নয়, ভবিষ্যত।’

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর