৪ এপ্রিল, ২০২২ ১২:৩৯

বুচা শহরে বেসামরিক মানুষ হত্যার পেছনে কারা, প্রশ্ন রাশিয়ার

অনলাইন ডেস্ক

বুচা শহরে বেসামরিক মানুষ হত্যার পেছনে কারা, প্রশ্ন রাশিয়ার

বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি দেখে ভেঙে পড়েন তারা

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর বুচা শহরে প্রায় ৩০০ বেসামরিক মানুষের লাশের সন্ধান সন্ধান পেয়েছে ইউক্রেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে দুষছে। রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত দাবি করছে তারা।   

কিন্তু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ফুটেজ রাশিয়াকে দোষী করতে যুক্তরাষ্ট্রের নির্দেশে করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা প্রশ্ন রেখে বলেন, এই উসকানির গুরু কারা? অবশ্যই যুক্তরাষ্ট্র এবং ন্যাটো।

মারিয়া জাখারোভা আরও বলেন, বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রকাশ হওয়ার পরপরই পশ্চিমাদের হৈ-চৈ ইঙ্গিত দেয়—রাশিয়ার সুনাম নষ্টের অংশের পরিকল্পনা হিসেবে এটা করা হয়েছে। এই ঘটনায় রাশিয়ার যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর