৬ এপ্রিল, ২০২২ ১৪:২৩

ইসরায়েলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল নাফতালি বেনেট সরকার

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল নাফতালি বেনেট সরকার

সংসদে নাফতালি বেনেটের সঙ্গে ইদিত সিলমান

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। 

বুধবার জোটের অন্যতম সদস্য ও  হুইপ ইদিত সিলমান পদত্যাগ করার ফলে দেশটির সংসদে এখন সরকার ও বিরোধীদের সমান সংখ্যক (৬০-৬০টি করে) আসন রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সরকার থেকে আর একজন পদত্যাগ করলে বিরোধীরা বিশেষ আইন প্রয়োগ করে সংসদ ভেঙ্গে দিতে পারবেন।

পদত্যাগের পর সিলমান জানিয়েছেন, তিনি আর নিতে পারছেন না। অর্থাৎ জোটের সঙ্গে তার বনিবনা হচ্ছে না।

পদত্যাগের আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটি বিষয় নিয়ে তার মতের অমিল হয়।  

লেবার দলের আইনপ্রনেতা গিলাদ কারিভের দাবি, সিলমান জোট ছেড়েছে কারণ, তাকে বিরোধী লিকুদ পার্টির ১০তম পদের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে তিনি লিকুদ পার্টির হয়ে লড়বেন এবং জিতলে স্বাস্থ্যমন্ত্রীর পদ পাবেন।

ইসরায়লের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিলমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ইসরায়েলের বহু মানুষ এই সময়ের জন্য অপেক্ষায় ছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর