৭ এপ্রিল, ২০২২ ০৫:৩৫

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২২ ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

অনলাইন ডেস্ক

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২২ ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

প্রতীকী ছবি

ভারতের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ১৮টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল, যা প্রথমবারের মতো আইটি নিয়ম, ২০২১ এর অধীনে ব্লক করা হয়েছে। আর চারটি পাকিস্তান ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল।

জারি করা এক আদেশে মন্ত্রণালয় বলেছে, এই ইউটিউব চ্যানেলগুরো দর্শকদের বিভ্রান্ত করার জন্য টিভি নিউজ চ্যানেলের লোগো ও মিথ্যা থাম্বনেইল ব্যবহার করেছে।

এছাড়া তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার (আইএন্ডবি) মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এই চ্যানেলগুরো ভারতের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য দেশের সাথে সম্পর্ককে প্রভাবিত করে ভুল তথ্য ছড়িয়ে ছিল। তারা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংকট সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছিল। আমরা ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করব না।'

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর