৮ এপ্রিল, ২০২২ ০৬:৩৪

বিশ্বকে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিতে হবে: ন্যাটো মহাসচিব

অনলাইন ডেস্ক

বিশ্বকে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিতে হবে: ন্যাটো মহাসচিব

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বকে দীর্ঘ মেয়াদে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছর গড়াতেও পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ন্যাটো মহাসচিব বলেছেন, জোট মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যা সংঘাতটিকে স্বল্প মেয়াদী হতে সহযোগিতা করবে।

তিনি বলেন, যদি এই যুদ্ধ দীর্ঘ সময়ে গড়ায় তাহলে ইউক্রেনের মানুষদের আরও বেশি আক্রান্ত হওয়ার প্রাথমিক ঝুঁকি থাকছে। আমরা আরও মৃত্যু ও ধ্বংস দেখব।

স্টোলটেনবার্গ বলেন, অবশ্যই যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে তা ইউক্রেন ছাড়িয়ে ছড়ানোর আশঙ্কা রয়েছে। ন্যাটো এই সংঘাতের বিস্তৃতি ঠেকানোর জন্য মনোযোগ দিচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর