৮ এপ্রিল, ২০২২ ২১:০৬

এভাবে কার কফিনে ফুল দিলেন পুতিন?

অনলাইন ডেস্ক

এভাবে কার কফিনে ফুল দিলেন পুতিন?

সংগৃহীত ছবি

বিরোধী নেতার কফিনে শ্রদ্ধা জানাতে বিরলভাবেই জনসম্মুখে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ জাতীয়তাবাদী নেতা ভ্লাদিমির ঝিরিনোভস্কির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পুতিন।

২০১৮ সালের নির্বাচনেও পুতিনের বিরুদ্ধে লড়েছিলেন এই নেতা। ভিডিও ফুটেজে দেখা গেছে মস্কোর স্মৃতিসৌধে ঝিরিনোভস্কির কফিনে ফুল দেওয়ার পর হাতের আঙুলে ক্রস চিহ্নের প্রতীকে তার আত্মার শান্তি কামনা করেন পুতিন। তিনি শ্রদ্ধায়ও জানিয়েছেন মাতা নত করে।

ঝিরিনোভস্কি বুধবার ৭৫ বছর বয়সে করোনা পরবর্তী জটিলতায় ভুগে মারা যান। 

বাহ্যিকভাবে তাকে পুতিনের বিরোধী দল হিসেবে দেখা যায়। যদিও অভিযোগ আছে, রাশিয়াকে গণতান্ত্রিক প্রমাণ করতেই ঝিরিনোভস্কিকে বিরোধী নেতা সাজিয়েছেন পুতিন। 

ইউক্রেন অভিযানের পর থেকে এ নিয়ে মাত্র ২ বার জনসম্মুখে এলেন ভ্লাদিমির পুতিন।


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর