৯ এপ্রিল, ২০২২ ০৫:১২
বিবিসি’র প্রতিবেদন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ওয়াচের কার্যক্রম বন্ধ করল রাশিয়া

অনলাইন ডেস্ক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ওয়াচের কার্যক্রম বন্ধ করল রাশিয়া

‘আইন লঙ্ঘনের’ দায়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ওয়াচসহ ১৫টি এনজিও’র কার্যক্রম বন্ধ করে দিচ্ছে রাশিয়া। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সত্য বলার জন্য রাশিয়া তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে। তবে এমন পদক্ষেপ ‘দেশ ও দেশের বাইরে রাশিয়ার মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি’ আরও জোরালো ভাবে তুলে ধরার জন্য তাদের (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) অনুপ্রাণিত করবে। 

তিনি আরও বলেন, রাশিয়া যদি ভেবে থাকে তাদের অফিস বন্ধ করে মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো ধামাচাপা দেওয়া যাবে, তাহলে সেটা বড় ভুল হবে।

অন্যদিকে, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার কয়েকদিন পরে রাশিয়া দেশটিতে কঠোর মিডিয়া আইন প্রণয়ন করে। এই আইনে দেশটির সেনা বাহিনী সম্পর্কে ‘মিথ্যা’ নিউজ ছড়ালে দীর্ঘ সময় কারাভোগের বিধান রাখা হয়েছে। সূত্র : বিবিসি/রয়টার্স

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর