৯ এপ্রিল, ২০২২ ১১:৩৭
আরব নিউজের প্রতিবেদন

ইসরায়েলি সেনাদের উপেক্ষা করেই আল-আকসায় মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাদের উপেক্ষা করেই আল-আকসায় মুসল্লিদের ঢল

আল-আকসায় নামাজরত মুসল্লিরা (ছবি: আরব নিউজ থেকে সংগৃহীত)

ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল দেখা গেছে। এদিন আল-আকসায় অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন। 

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম ‘আরব নিউজের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এদিন ভোর থেকেই জেরুজালেমের প্রবেশপথে ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট পেরিয়ে পশ্চিম তীর থেকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিনিরা মসজিদে ভিড় জমায়।

রমজান মাসের প্রথম শুক্রবার উপলক্ষে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি সেনারা। সূত্র: আরব নিউজ

ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর